বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা
প্রকাশিত : ২১:০৬, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০৬, ২১ নভেম্বর ২০১৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে বাউবি’র চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। এসময় তিনি পাখি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন গাছে এসময় পাখির বাসা স্থাপন ও খাদ্যের আধার তৈরি করা হয়। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক পরিচালকসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মর্তারা ও পাখিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন