চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রকাশিত : ২১:০৪, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০৪, ২১ নভেম্বর ২০১৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত।
সোমবার সকালে মেয়রের অফিসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্দার ইগনাতভ বাংলাদেশে পর্যটন শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ নানা খাতে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একইসাথে রাষ্ট্রদুত চট্টগ্রামের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করেন। এসময় সিটি মেয়র নাসির উদ্দীন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা তুলে ধরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বৈঠকে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আরও পড়ুন