দিয়াজ ইরফান চৌধুরীর অপমৃত্যুর ঘটনায় ট্রেন অবরোধ
প্রকাশিত : ২১:০২, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০২, ২১ নভেম্বর ২০১৬
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক দিয়াজ ইরফান চৌধুরীর অপমৃত্যুর ঘটনায় ট্রেন অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হাটহাজারীর ফতেয়াবাদে সমাবেশে বক্তারা একে হত্যাকান্ড হিসেবে দাবি করে বলেন, অবিলম্বে এই হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠীকে দায়ী করেন তারা। এদিকে ময়না তদন্তের পর দিয়াজের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেইট এলাকায় নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফানের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে। পূর্ব শত্র“তার জেরে তাকে হত্যা করে কেউ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। কিছুদিন আগে দূর্বৃত্তরা দিয়াজের বাসায় হামলা চালালে তার পরিবার এ বাসা ছেড়ে দেন। দিয়াজ বাসায় একা ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন