দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
প্রকাশিত : ০৯:৩৪, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ২২ নভেম্বর ২০১৬
দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন। কর্মহীন জীবন কাটছে শতশত শ্রমিকের। খনির তত্ত্বাবধানকারী গ্রানাইট মাইনিং কোম্পানী বলছে, আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলে ডিসেম্বর থেকে আবার পাথর উত্তোলন শুরু হবে।
২০০৭ সালে দিনাজপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র পাথর খনির বানিজ্যিক উৎপাদন শুরু করে গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড। প্রথম অবস্থায় খনি থেকে দিনে ১৫ থেকে ১৮’শ টন পাথর উত্তোলন হলেও, পরে তা নেমে আসে মাত্র ৫’শ টনে। ২০১৪ সালে পাথর তোলার দায়িত্ব দেয়া হয় জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসিকে। দৈনিক উৎপাদন বেড়ে দাঁড়ায় সাড়ে ৫ হাজার টন। এরপর অত্যাধুনিক মাইনিং যন্ত্রপাতি স্থাপনে দীর্ঘসূত্রিতায় বন্ধ হয় খনির কার্যক্রম।
এ অবস্থায় এক বছরেরও বেশি সময় ধরে কর্মহীন খনি শ্রমিকরা।
খনির উৎপাদন বন্ধ থাকায় দেশের বাইরে থেকে পাথর আমদানী বাড়ছে। লোকসানের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষও।
তবে নতুন যন্ত্রপাতি সংযোজনের কাজ চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। সেটি শেষ হলে, মধ্যপাড়া খনির পাথর উত্তোলনের সক্ষমতা কয়েকগুন বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সমস্যা কাটিয়ে দ্রুত কাজে ফেরার আশা করছে খনি শ্রমিকরা।
আরও পড়ুন