পুরান ঢাকায় বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ
প্রকাশিত : ০৯:৫১, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫১, ২২ নভেম্বর ২০১৬
রাজধানীর পুরোনো ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতরাতে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের এ অভিযানে চারজনকে তিন লাখ টাকা করে জরিমানা ও একজনকে আটকেরও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ’সময় চারটি গোডাউন থেকে প্রায় দুই ট্রাক পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। ওষুধ নকল করার অপরাধে আটক মাসুদুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন