জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামীর আঘাত
প্রকাশিত : ০৯:৫৪, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ২২ নভেম্বর ২০১৬
জাপানের ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামী। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ২০ হাজার বাসিন্দাকে।
স্থানীয় সময় ভোর ৬টার দিকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়। এর পরপরই বন্ধ করে দেয়া হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা। ভূমিকম্পের পরপরই আঘাত হানে সুনামী। এসময় ১০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও হতাহতের আশংকা করা হচ্ছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে। ২০১১ সালে সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান। ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। প্রাণ হারায় প্রায় ১৬ হাজার মানুষ ।
আরও পড়ুন