টেকনাফ-কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ
প্রকাশিত : ১৩:০৬, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৬, ২৩ নভেম্বর ২০১৬
মিয়ানমারে সহিংস ঘটনায় টেকনাফ-কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সীমান্তে বিজিবি ও সাগর উপকুলে কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। তবে সীমান্তরক্ষী বাহিনীর দাবী, রাতের অন্ধকারে কিছু অনুপ্রবেশ হতে পারে। এজন্য সীমান্ত এলাকায় জনসচেতনা কার্যক্রমও পরিচালনা শুরু হয়েছে।
সম্প্রতি আরাকান রাজ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ-বিজিপির ক্যাম্পে হামলা-অস্ত্র লুটের ঘটনায় সংহিস পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বাংলাদেশের টেকনাফ-কক্সবাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশে বেড়েছে। অনেকেই পরিবার নিয়ে ঢুকে পড়ছেন বাংলাদেশে।
ঘটনার পর থেকেই বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোস্টগার্ড ও বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি বাড়িয়েছে সদস্য সংখ্যা। বিজিবি জানিয়েছে, টেকনাফ সীমান্ত দিয়ে দিনে ১ থেকে দেড় শ’ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা প্রত্যক্ষ করেছেন তারা। সেই হিসেবে চলতি মাসেই অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে টেকনাফ ও উখিয়ায় ২টি শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গা ইস্যুতে যাতে উত্তেজনা তৈরি না হয়, সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি।
এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বানিজ্যিক কার্যক্রমও বন্ধ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকে সমস্যার সমাধান আশা করা হচ্ছে।
আরও পড়ুন