গণহত্যার দায়ে ২ ব্যাক্তির দন্ড বহাল রেখেছে কম্বোডিয়ার আদালত
প্রকাশিত : ১৩:২৫, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৫, ২৩ নভেম্বর ২০১৬
গণহত্যার দায়ে অভিযুক্ত দুই ব্যাক্তির দন্ড বহাল রেখেছে কম্বোডিয়ার আদালত
বুধবার একটি বিশেষ আদালতে এ রায় দেয়া হয়। অভিযুক্তরা খেমের রুজ শাসনের প্রভাবশালী সদস্য ছিলেন। নুয়ান ছিয়া ছিল পল পটের শীর্ষ সহযোগী এবং খিউ সাম্পান তৎকালীন কম্বোডিয়ার প্রধান। প্রায় সতের লক্ষ মানুষকে হত্যার দায়ে তাদের অভিযুক্ত করা হয়। পরে ২০১৪ সালে জাতিসংঘের সহায়তায় গঠিত ট্রাইব্যুনালে অপরাধী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ পর্যন্ত খেমারুজ গেরিলারা কম্বোডিয়াতে কৃষি ভিত্তিক সমাজ তন্ত্র প্রতিষ্ঠার নামে ব্যাপক গণহত্যা চালায়।
আরও পড়ুন