ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
প্রকাশিত : ১৬:১৭, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৫, ২৩ নভেম্বর ২০১৬
ঝিনাইদহে বখাটেদের হামলায় দুই পা হারানো শাহানূর বিশ্বাসের উপর হামলাকারীদের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, ১৩ আসামি আদালতে আত্মসমর্পন করেছে। তবে, এখনও আতংকে রয়েছে শাহানূরের পরিবার। এদিকে, এই অমানবিক ঘটনার সাথে জড়িতদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে বখাটেদের হামলায় গুরুতর আহত হন শাহানূর বিশ্বাস ও তার প্রতিবেশি শাহিন।
ঘটনার পর শাহিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও গুরুতর আহত শাহানূরকে যশোর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে অবস্থার অবনতি হলে শাহানূরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কেটে ফেলা হয় তার দুই পা।
শাহানূরের পরিবার বলছে, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহানূরকে দুই পা হারাতে হয়েছে। আর এখন বাড়ির ভিটে ছাড়ার হুমকির মধ্যে রয়েছেন তারা।
এ’ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামালসহ ১৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর ১৩ আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিদের পরিচয় যাই হোক না কেন, বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ’ ঘটনায় প্রশাসন প্রভাব মুক্ত হয়ে কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন