হিলারির ইমেইল কেলেঙ্কারির তদন্ত করবে না ট্রাম্প সরকার
প্রকাশিত : ১৬:২১, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২১, ২৩ নভেম্বর ২০১৬
হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি নিয়ে আপাতত কোন তদন্ত করবে না ডোনাল্ড ট্রাম্প সরকার। যদিও নির্বাচনি প্রচারে ইমেইল কেলেঙ্কারি নিয়ে হিলারিকে কারাগারে পাঠানোর কথা বলেছিলেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এছাড়া জলবায়ু চুক্তি নিয়েও তার পরিবর্তিত মনোভাবের আভাস পাওয়া গেছে। ইসরাইল-প্যালেস্টাইনের সম্পর্ক উন্নয়নে জামাতা জ্যারেড কুশনার কাজ করবে বলে জানান ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারির ই-মেইল ইস্যু ছিলো আলোচিত বিষয়গুলোর একটি। ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণায় হিলারিকে জেলে ঢোকাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে নির্বাচিত হওয়ার পর মত পাল্টালেন ট্রাম্প। বললেন, হিলারিকে আর কষ্ট দিতে চান না তিনি।
নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার মত জানান। এর আগে তার মুখপাত্র বলেন, ইমেইল কেলেঙ্কারির তদন্ত করবে না ট্রাম্প-প্রশাসন।
সোয়া এক ঘণ্টার সাক্ষাৎকারে প্যারিসসহ আন্তর্জাতিক চুক্তিগুলোর বিষয়ে তিনি খোলা মন নিয়ে চিন্তাভাবনা করছেন বলেও জানান। নির্বাচনী প্রচারণায় প্যারিস জলবায়ু চুক্তি বাতিলের কথাও বলেছিলেন ট্রাম্প।
এদিতে নাৎসি স্যালুটের মাধ্যমে ট্রাম্পের বিজয় উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যকামী ‘অল রাইট’ গ্রুপ। ইসলামভীতির প্রসার এবং নারীবাদের বিরোধিতায় সরব এ গ্রুপটির স্যালুট প্রত্যাখ্যান করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিষয়টিও উঠে আসে সাক্ষাৎকারে। রাজনীতিতে অভিজ্ঞ না হলেও জামাতা ভালো কাজ করতে পারবে বলে বিশ্বাস ট্রাম্পের। এমনকি কুশনার ইসরাইল-প্যালেস্টাইনের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন