অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৬:২২, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৫, ২৩ নভেম্বর ২০১৬
অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এর আগে বেলা ১১ টার দিকে সিলেট পৌছে প্রথমেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) এর মাজার জিয়ারত করেন। দুই আউলিয়ার মাজারে কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। মাজার জিয়ারতের পর সেনানিবাসে ১১ পদাতিক ব্রিগেডের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সফরে তার জনসভায় অংশ নেয়ার কথা থাকলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন