ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৩১ ডিসেম্বর দু’ঘন্টার অবস্থান কর্মসূচির ঘোষণা
প্রকাশিত : ১৫:৪৮, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ২৪ নভেম্বর ২০১৬
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৩১ ডিসেম্বর দু’ঘন্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় সমন্বয় কমিটি। এছাড়া, দেশের অন্যান্য স্থানে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় রাষ্ট্রকে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিতে হবে। নাসিরনগরের ঘটনায় জড়িতদের রাজনৈতিকভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রোহিঙ্গাদের নির্যাতনের পেছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান এই আইনজীবী।
আরও পড়ুন