ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সামাজিক মাধ্যমসহ বিভিন্ন সাইটে আপত্তিকর আর ভিত্তিহীন খবরের বিভিন্ন ভিডিও লিংক

প্রকাশিত : ১৩:৫৪, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৪, ২৫ নভেম্বর ২০১৬

অশ্লীল, আপত্তিকর আর ভিত্তিহীন খবরের বিভিন্ন ভিডিও লিংক চলে আসছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন সাইটে। আর তাতে ক্লিক করতেই ব্যবহারকারীরা পড়ছেন বিপদে, কখোন হ্যাক হচ্ছে নিজের সামাজিক মাধ্যমের একাউন্ট, কখোনা বা ইমেইলসহ ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অবৈধ ফ্রিল্যান্সারদের হাতে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ওয়েব সাইটের ওপর নজরদারী বাড়াতে হবে। পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতা এই বিড়ম্বনার থেকে রেহায় পাওয়া যেতে পারে। সামাজিক মাধ্যম, ই-কর্মাস কিংবা অনলাইন নিউজ পোর্টাল; ব্রাউজ করলেই অনেক সময় চলে আসে আকর্ষনীয় শিরোনাম কিংবা চটকদার খবরের লিংক। ক্লিক করতেই খুলে গেল আরো দুটো ট্যাব। এভাবেই পকেট ভারি হচ্ছে অবৈধ ফ্রিল্যান্সারদের । অপরিচিত সাইট থেকে পাঠানো এই লিংকগুলোতে ক্লিক করলে আপত্তিকর খবর কিংবা ছবি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যাচ্ছে ফেইসবুক ব্যবহারকারীর ওয়ালে, ট্যাগড হচ্ছে ফ্রেন্ডলিস্টের অনেকের সাথে। গুগল কিংবা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়েবসাইটগুলো বন্ধ করে দিলেও বেনামে আবারো তৈরি হয় একাধিক ওয়েবসাইট। এমন ইঁদুড়-বেড়াল দৌড়ে বিপাকে ব্যবহারকারীরা। সংশ্লিষ্টরা বলছেন,  অবৈধ এসব ফ্রিল্যান্সারদের রোধ করতে আরো বেশী দায়িত্ব নিতে হবে অ্যাডনেটওয়ার্কগুলোকে। তবে সবকিছু ছাপিয়ে আউটসোসিং পেশাকে বেছে নেয়া তরুনদের সামাজিক দায়বদ্ধতাও জরুরী বলে মনে করেন অনেকেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি