টিভি সিরিয়াল ডালাস এর শুটিং স্পট এখন অন্যতম পর্যটন কেন্দ্র
প্রকাশিত : ১৩:৪৭, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ২৫ নভেম্বর ২০১৬
আশির দশকে পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টিকারী টিভি সিরিয়াল ডালাস এর শুটিং স্পট এখন অন্যতম পর্যটন কেন্দ্র। যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের ডালাসে বিশাল খামার বাড়িটি দেখতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। পর্যটকদের বিনোদনের পাশাপাশি জমে উঠেছে বাড়ির মালিকের ব্যবসাও।
১৯৭৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিশ্বের ৯৫টি দেশে প্রচার হওয়া ডালাস সিরিয়ালটি আলোড়ন সৃষ্ট করে বিনোদন জগতে। অভিনেতা-অভিনেত্রীদের মনোমুগ্ধকর অভিনয় আর নির্মাণশৈলীর কারণে ছিল অন্যরকম আবেদন।
৫৫৬ পর্বের ডালাস দীর্ঘ ১৫ বছর ধরে নির্মিত হয়েছে একটি খামার বাড়িতে, যার নাম ‘সাউথফর্ক রেঞ্চ’। সবুজ ঘাসের বিশাল চারণভূমির মাঝখানে অসাধারণ সুন্দর এক দোতলা বাংলো। স্থাপত্য সৌন্দর্য্যওে পাশাপাশি সবকিছুতেই আধুনিকতা আর আভিজাত্যের ছাপ। সেই বাংলো দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখন ।
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা ভিড় জমায় এখানে। ডালাস সিরিয়ালের শুটিং স্পটে আসতে পেরে অনেকেই আনন্দিত ও রোমাঞ্চিত।
প্রবেশ ফি দিয়ে দেখতে যাওয়া পর্যটকদের সেবা দেয়ার জন্য মুখিয়ে থাকেন গাইডরাও।
শুধু শুটিং স্পটের প্রদর্শনীই নয়, সেখানে এখন টাকার বিনিময়ে বিয়ে-শাদি, কর্পোরেট মিটিংসহ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন চলে বছরজুড়ে। আছে স্যুভেনির বিক্রির স্টলও। খামারবাড়িকে শুটিং স্পট বানিয়ে অন্যরকম ব্যবসা করছেন প্রতিষ্ঠানের কর্ণধার রেক্স মগ্যান।
আরও পড়ুন