ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে
প্রকাশিত : ১৬:৩৪, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ২৫ নভেম্বর ২০১৬
আজ থেকে সারাদেশে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
১৯৯৯ সালের ১লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবেনা বলে জানিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে এসে ভোটার হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তা ছাড়া আগের ভোটাররা নাম, ঠিকানা সংশোধনের সুযোগও পাবেন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ হাজার ৫শ ৫৩ জন।
আরও পড়ুন