রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে, সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে
প্রকাশিত : ১৯:২০, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২২, ২৫ নভেম্বর ২০১৬
মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে। তবে, সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে, পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিজিবি’র মহাপরিচালক।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার পর রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সে দেশের সেনাবাহিনী। অভিযানের টার্গেট হয় দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়।
নির্যাতন ও হত্যার কারণে নাফ নদী পার হয়ে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে রোহিঙ্গারা।
তবে, অনুপ্রবেশ ঠেকাতে শুরু থেকেই ততপর বাংলাদেশ। সীমান্ত রক্ষাকারী বাহিনী- বিজিবি রয়েছে সতর্কাবস্থায়।
শুক্রবার সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।
পরে সংবাদ সম্মেলনে এ’বিষয়ে কথা বলেন তিনি।
এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন