ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে পাখি উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪০, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪০, ২৬ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাখি উৎসব। নগরীর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে ভীড় করে শত শত পাখিপ্রেমী। এ ধরণের উৎসব তরুণদের স্বাবলম্বী করার পাশাপাশি বন্য প্রাণী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা। সৌখিন পাখিপ্রেমীদের জন্য ১২০ প্রজাতির কবুতর ও ৮০ প্রজাতির বিদেশী পাখি নিয়ে তৃতীয়বারের মতো যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয় এবং বার্ড ব্রিডার্স এসোসিয়েশন। লক্ষ্য, বন্য প্রাণি সংরক্ষণ ও ছেলে-বুড়ো সবাইকে খাঁচার পাখি পালনে উৎসাহিত করা। দিনব্যাপী চলা ব্যতিক্রমী এ উৎসবে ভিড় করেছেন বিভিন্ন বয়েসী পাখিপ্রেমী। দৃষ্টিনন্দন বাজেরিগার, ককাটেইল, লাভবার্ড, ফিঞ্চ, জাবা, ম্যাকাওসহ মনোমুগ্ধকর নানান পাখির এ উৎসব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষাকার্যক্রমকেও সমৃদ্ধ করবে বলে মনে করছে শিক্ষার্থীরা। সকালে প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক। এমন আয়োজন তরুণদের স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি। বিদেশী এসব খাঁচার পাখি পালনের মাধ্যমে দেশের বন্য পাখি যেমন রক্ষা পাবে,  তেমনি দেশের অর্থনৈতিক খাতকেও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। প্রদর্শনীতে ৫ হাজার থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দামের কবুতর ও ৬০০ টাকা থেকে দেড়লাখ টাকা দামের বিভিন্ন প্রজাতির পাখি বিক্রির জন্য আনা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি