ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

চির বিদায় নিলেন ফিদেল ক্যাস্ত্রো

প্রকাশিত : ১৭:৩০, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩০, ২৬ নভেম্বর ২০১৬

চির বিদায় নিলেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার। বয়স হয়েছিলো ৯০ বছর। শনিবার সমাহিত করা হবে কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ও কিউবার সাবেক এই প্রেসিডেন্টকে। এদিকে, ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিশ্বজুড়ে। কমিউনিস্ট বিপ্লবের সফল পরিণতি ঘটিয়ে অল্প বয়সেই বিশ্বরাজনীতির দৃশ্যপটে আসেন ফিদেল ক্যাস্ত্রো। রাজনৈতিক জীবনের শুরু হাভানা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ার সময়ই। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিপ্লবী এই নেতা। কিউবায় তৎকালীন মার্কিন সমর্থনপুষ্ট স্বৈরশাসক ফালজেন্সিও বাতিস্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বার বার জেল খাটতে হয়েছে তাকে। সরকারের নিপীড়নের শিকার হয়েছেন। তবে থেমে যায়নি তার সাম্যবাদী কণ্ঠস্বর। আরেক বিপ্লবী নেতা চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে গেরিলা যুদ্ধে নামেন ফিদেল ক্যাস্ত্রো। গেরিলা যুদ্ধের মাধ্যমে বাতিস্তা সরকারকে হঠিয়ে ১৯৫৯ সালে ক্ষমতায় আসে ফিদেলের দল। প্রধানমন্ত্রী হন ফিদেল ক্যাস্ত্রো। প্রায় অর্ধ-শতাব্দী দেশ শাসন করেন তিনি। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় থেকেও সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলেন কিউবাকে। অসুস্থ হয়ে পড়ায় ২০০৮ সালে, সমাজতান্ত্রিক বিপ্লবের সহযোগী ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। এরপর খুব একটা জনসম্মুখে দেখা যায়নি তাকে। সর্বশেষ গেল এপ্রিলে কমিউনিস্ট পার্টির সমাবেশে ভাষণ দিয়েছিলেন বিপ্লবী এই নেতা। না ফেরার দেশে পাড়ি জমালেও ইতিহাস আর বিশ্বব্যাপী বিপ্লবীদের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন ফিদেল ক্যাস্ত্রো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি