অং সান সূচির নোবেল পুরস্কার প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন নোমান
প্রকাশিত : ১৮:২৪, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৪, ২৬ নভেম্বর ২০১৬
মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকাণ্ড ও নির্যাতনে অং সান সূচির নীরব ভুমিকার কারণে তার নোবেল পুরস্কার প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
জাতীয় প্রেসক্লাবের সামনে কল্যাণ পার্টি আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন নোমান। রোহিঙ্গা ইস্যুটিকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে সীমান্ত খুলে দিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার সময় এসেছে বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
আরও পড়ুন