গাইবান্ধায় বাগদা ফার্মের জমিতে চলছে ধান কাটা আর মাড়াই, অন্যদিকে আখ চাষ
প্রকাশিত : ১৮:৪৩, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ২৬ নভেম্বর ২০১৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মের জমিতে একদিকে চলছে ধান কাটা আর মাড়াই, অন্যদিকে শুরু হয়েছে আখ চাষ।
আদিবাসী সাঁওতালদের উচ্ছেদের পর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ পাহারায় মিলের জমির চারপাশে কাঁটাতারের বেড়া দেয়। আদালতের নির্দেশের পর মিল কর্তৃপক্ষ বাগদা ফার্মের জমির ধান কাটা ও মাড়াই শুরু করে। প্রথমদিকে আদিবাসীরা ধান নিতে অস্বীকৃতি জানালেও, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ধান গ্রহন করে তারা। এদিকে, ধান কাটার পাশাপাশি ওই জমিতে এখন চলছে আখ চাষ।
আরও পড়ুন