দৌলতদিয়া-নগরবাড়ী-বাঘাবাড়ী নৌপথে অসংখ্য ডুবোচর
প্রকাশিত : ১১:৫৪, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৪, ২৭ নভেম্বর ২০১৬
দৌলতদিয়া-নগরবাড়ী-বাঘাবাড়ী নৌপথে নাব্যতা সংকটের পাশাপাশি নৌরুটের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য ডুবোচর।
এতে রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে আছে অর্ধশতাধিক মালবোঝাই জাহাজ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবোঝাই কোন কোস্টার জাহাজ সরাসরি সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে পৌঁছাতে পারছে না। সাড়ে ১২ থেকে ১৩ ড্রাফটের জাহাজ চলাচলে কমপক্ষে ১৩ ফুট গভীরতা প্রয়োজন। সেখানে বর্তমানে পানির গভীরতা রয়েছে মাত্র ৭ থেকে ৮ ফুট। এর ফলে বিপাকে পড়েছেন জাহাজ মালিক ও শ্রমিকেরা।
আরও পড়ুন