শোক আর শ্রদ্ধায় ফিদেল ক্যাস্ত্রোকে স্মরণ করছে কিউবাবাসী
প্রকাশিত : ১১:৪১, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪১, ২৭ নভেম্বর ২০১৬
শোক আর শ্রদ্ধায় কিউবার কমিউনিস্ট বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ত্রোকে স্মরণ করছে কিউবাবাসী। দেশটিতে ৯ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডা কিউবাতে সমাহিত করা হবে ফিদেলকে। শোক আর শ্রদ্ধায় বিপ্লবী এ নেতাকে স্মরণ করছে পুরো বিশ্ব।
কিউবায় শোকের কালো ছায়াঘেরা এক সকাল। বিপ্লবী নেতাকে হারানোর কষ্ট ছড়িয়ে আছে পুরো দেশজুড়ে।
হাভানার রাস্তায় বিপ্লবী চেতনাকে নতুন রুপ দিয়েছেন শিক্ষার্থীরা। কণ্ঠে বিপ্লবের গান আর হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় নেতাকে স্মরণ করছেন তারা।
৯ দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি ও বেসরকারি ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডা কিউবাতে সমাহিত করা হবে তাকে।
বিশ্বের বিভিন্ন দেশেও শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের এ নায়ককে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি রুপ নিয়েছে ফিদেলের ছোট্ট হাভানায়।
বিশ্ব নেতারা ফিদেলের বিপ্লবী চেতনা স্মরণ করে শোক জানালেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্যই করেছেন। ফিদেলকে নির্দয় স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। আর ওবামা বলেছেন, ক্যাস্ত্রোর অবদান ইতিহাসই নির্ধারণ করবে।
অল্প বয়সেই বিশ্বরাজনীতির দৃশ্যপটে এসেছিলেন ফিদেল। তৎকালীন মার্কিন সমর্থনপুষ্ট বাতিস্তার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে কিউবাকে নিয়ে যান অন্য এক উচ্চতায়। প্রায় অর্ধ-শতাব্দী ধরে তার দেশ শাসন নিয়ে বিতর্ক থাকলেও কিউবাবাসীর কাছে তিনি মহানায়ক।
স্থানীয় সময় শুক্রবার রাতে ৯০ বছর বয়সে মারা যান ফিদেল। বিপ্লবীদের কাছে তিনি অমর, তার সমাজ বিপ্লবের চেতনা মৃত্যুঞ্জয়ী।
আরও পড়ুন