ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সিরিয়ার মাসাকেন হানানো শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনঃদখলে নিয়েছে সরকারি বাহিনী

প্রকাশিত : ১১:৪১, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪১, ২৭ নভেম্বর ২০১৬

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে মাসাকেন হানানো শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনঃদখলে নিয়েছে সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, শহরটি এখন পুরোপুরি সরকারিবাহিনীর নিয়ন্ত্রণে। এরইমধ্যে মাইন ও বোমা সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে তারা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, শহরটি দখলের মধ্য দিয়ে আলেপ্পোর অন্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনীর প্রবেশ অনেকটাই সহজ হবে। কয়েক সপ্তাহ অস্ত্রবিরতির পর গেল ১৫ই নভেম্বর থেকে আলেপ্পো পুনরুদ্ধারে আবারও অভিযান শুরু করে রুশ ও আসাদ বাহিনী। আর এ অভিযানে এখন পর্যন্ত ২৭ শিশুসহ দু’শরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি