ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

পার্বত্য শান্তিচুক্তির ১৯ বছর আজ

প্রকাশিত : ১০:৩৭, ২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩৭, ২ ডিসেম্বর ২০১৬

পার্বত্য শান্তিচুক্তির ১৯ বছর আজ। চুক্তি বাস্তবায়নে সরকার ও জনসংহতি সমিতিসহ পাহাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে ভিন্নমত। চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ায় হতাশ পাহাড়ীরা। আর চুক্তির বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে বলে দাবি করছে সরকারি দলের স্থানীয় নেতারা। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত ও সহিংসতা নিরসনে ১৯৯৭ সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি সই হয়। চুক্তি মোতাবেক ১৯৯৮ সালে তৎকালীন শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে ১৯ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন জনসংহতি সমিতির নেতারা। এদিকে চুক্তির মূল বিষয়গুলোসহ অধিকাংশ শর্ত সরকার বাস্তবায়ন করলেও পাহাড়ে অস্ত্র ব্যবসা, অপহরণ, হত্যা, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় পাহাড়ের বাসিন্দারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি