ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

চলমান অভিযানের কারণে জঙ্গিরা বড় ধরণের হামলার সক্ষমতা হারিয়েছে

প্রকাশিত : ১৬:২০, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২০, ৩ ডিসেম্বর ২০১৬

আইএস এর সঙ্গে আলোচনা করে গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার ব্যাপারে কোন তথ্য নেই পুলিশের কাছে। তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। হলি আর্টিজানের ঘটনার পর চলমান অভিযানের কারণে জঙ্গিরা বড় ধরণের হামলার সক্ষমতা হারিয়েছে বলেও জানান তিনি। কাউন্টার টেররিজম ইউনিটের ভবন নির্মাণে ডাচ-বাংলা ব্যাংকের ২ কোটি টাকা প্রদান উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ’সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকান্ডের প্রশংসা করেন তিনি। পরে কথা বলেন গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় জঙ্গি হামলার বিষয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বৃহষ্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইএস এর সঙ্গে আলোচনা করেই গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলা চালায় জঙ্গিরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি