সাভারে সংখ্যালঘুদের বসতবাড়ি দখলের চেষ্টা
প্রকাশিত : ১৬:৫৩, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৩, ৩ ডিসেম্বর ২০১৬
সাভারে জোর করে সংখ্যালঘুদের বসতবাড়ি দখলের চেষ্টা করেছে একটি সন্ত্রাসী বাহিনী। বাড়ি ছাড়তে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে।
শনিবার সকালে তেঁতুলঝাড়া ইউনিয়নের জামুর ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৌর বল্লভ ঋষি জানান, জামুরপাড়া এলাকায় নবাবদের দেয়া জমিতে দেড়শ’ বছর ধরে বংশানুক্রমে ৬টি পরিবার বসবাস করে আসছে। ২০০৭ সালে সরকারি খালের ৩৩ শতাংশ জমির ভূয়া কাগজ তৈরি করে কাদের বাহিনী। কিছুদিন ধরে খাল ভরাট ও ঋষিপাড়ার ৬টি বাড়ি দখলের চেষ্টা চালায় তারা। এ’নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে, সরকারি খাল দখলদারদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও পড়ুন