রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে দায়ি করেছেন অং সান সুচি
প্রকাশিত : ১৬:৫৬, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৬, ৩ ডিসেম্বর ২০১৬
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যুতে চলমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে দায়ি করেছেন দেশটির নেতা অং সান সুচি।
শুক্রবার সিঙ্গাপুরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ’কথা বলেন। রাখাইন রাজ্যের পরিস্থিতি মিয়ানমার সরকার নিয়ন্ত্রণে এনেছে বলেও দাবি করেন তিনি। সুচি বলেন, ওই রাজ্যে শুধু মুসলমানরাই নয়, রাখাইন জাতিগোষ্ঠিও উৎকন্ঠার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক মহলকে বিষয়টি সঠিকভাবে উপলদ্ধি করে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সম্প্রতি রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গা নিয়ে নিরব ভূমিকার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের এই রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন