অ্যালিসিয়া ম্যারি কুইনের জন্মদিন আজ
প্রকাশিত : ১৭:০০, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০০, ৩ ডিসেম্বর ২০১৬
পুরো নাম অ্যালিসিয়া ম্যারি কুইন। সাবেক আমেরিকান জিমন্যাস্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী অ্যালিসিয়ার জন্ম ১৯৮৭ সালে আজকের এই দিনে আমেরিকার বোস্টন শহরে।
মাত্র ৮ বছর বয়সে জিমিন্যাস্টিক্স শুরু করেন অ্যালিসিয়া। ২০০৩ সালে জায়গা করে নেন আমেরিকান জুনিয়র দলে। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্টিস্টিক জিমিন্যাস্টিকসে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিরেপর ৪টিসহ জিতেছেন মোট ১২টি স্বর্ণ পদক।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে জেতেন দলগত বিভাগে রৌপ্য পদক। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিমনাস্টিকসে ২০০৫ সালে ফ্লোর এক্সরেসিস ও ২০১০ সালে পলভোল্টে জেতেন স্বর্ণ পদক। ২০০৭ ও ১১ সালে দলগত বিভাগে স্বর্ণ জেতেন। আর ২০০৪ সালে বার্মিংহামে বিশ্বকাপ জিমনাস্টিকসে পোলভোল্টের এককে স্বর্ণ জেতেন এলিসিয়া। একই বছর প্যাসিফিক রিম চ্যাম্পিয়নশীপে জেতেন একক ও দলগত বিভাগের স্বর্ণ।
এছাড়া একক আধিপত্ব্য দেখিয়েছন ভিসা চ্যাম্পিয়নশীপে। এ প্রতিযোগিতায় ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্লোর ও পোলভোল্টের শিরোপা ছিল তার দখলে। ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জেতা এ মার্কিন জিমন্যস্ট অবসর নেন ২০১৩ সালের শুরুতে। তবে খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটালেও জিমন্যাস্টিক্সের সঙ্গেই জড়িয়ে থাকতে চান অ্যালিসা ম্যারি।
আরও পড়ুন