ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পাটের ব্যাগের বাধ্যতামূলক ব্যবহারে বেড়েছে পাটের উৎপাদন

প্রকাশিত : ১২:২১, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ৭ মার্চ ২০১৬

পাটের ব্যাগের বাধ্যতামূলক ব্যবহার এবং বিজেএমসি থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ায় খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে বেড়ে গেছে উৎপাদন। তবে পর্যাপ্ত কাঁচা পাট না থাকায় উৎপাদন অব্যাহত রাখা নিয়ে সংশয়ে কারখানা কর্তৃপক্ষ। অবশ্য সংকট কেটে যাবে বলে মনে করছে বিজেএমসি। দেশীয় বাজারে চাহিদা বাড়ায় পাল্টে গেছে খুলনার পাটকলগুলোর চিত্র। আবারও মিলগুলো ফিরে পেয়েছে কর্মচাঞ্চল্য। ম্যান্ডারিন প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের লক্ষ্যে শুধু খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল থেকে প্রতিদিন ২ লাখ ৬৩ হাজার পিস ব্যাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে রপ্তানির উপর নির্ভর করে উৎপাদন করা লাগছে না। তবে তৈরি ব্যাগ দ্রুত বিপণন না হওয়া এবং পর্যাপ্ত কাঁচা পাটের সরবরাহ নিয়ে শংকায় কারখানা কর্তৃপক্ষ। এ সংকট সাময়িক বলে মনে করছে বিজেএমসি। তবে দ্রুত বিপণনের ব্যবস্থা না করলে ঊৎপাদন ব্যাহত হবার আশঙ্কা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি