ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় আসামী গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

প্রকাশিত : ১৪:৫১, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ৪ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধায় চিনিকলের জমি নিয়ে সাঁওতালদের ওপর হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আসামী গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। একটি মামলার বাদি স্বপন মুর্মু’র কোনো খোঁজ মিলছে না। তবে মামলাগুলো একিভূত করে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে জেলা প্রশাসন। গোবিন্দগঞ্জে চিনিকলের জমি থেকে গেল ৬ নভেম্বর সাঁওতালদের উচ্ছেদ, বাড়ি ঘরে অগ্নিসংযোগে, সংঘর্ষের ঘটনায় মামলা হয় ২টি। মামলাগুলো করেন স্থানীয় থমাস হেমব্রম ও স্বপন মুর্মু। এসব মামলায় এ পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। তবে একটি মামলা বাদী স্বপন মুর্মুকে নিয়ে এলাকায় তৈরি হয়েছে রহস্য। সে কোথায় আছে, এ বিষয়ে কোন তথ্য নেই স্বজনদের কাছে। স্থানীয় সাঁওতাল আদিবাসীরা স্বপন মুর্মুর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে পক্ষপাতমূলক গ্রেফতার হয়রানির কথাও বলছেন তারা। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসন বলছে, প্রয়োজনবোধে বিক্ষিপ্ত মামলাগুলোকে একত্রিত করে নথিভুক্ত করা হতে পারে। তবে হামলার ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার চান সাঁওতালরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি