ইলেকট্রনিক মিডিয়াকে ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা
প্রকাশিত : ১৬:১৫, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৫, ৪ ডিসেম্বর ২০১৬
আইনি জটিলতা কাটিয়ে ইলেকট্রনিক মিডিয়াকে ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।
নবম ওয়েজবোর্ড কার্যকরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন, ইলেক্ট্রনিক মিডিয়াকে নবম ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য আইনী খসড়া চুড়ান্ত। তাই সংসদের বর্তমান অধিবেশনেই বিলটি পাশ করার দাবি জানান তারা। এদিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড কার্যকর না করলে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিও আসতে পারে বলে হুশিয়ার করেন সাংবাদিক নেতারা।
আরও পড়ুন