বাংলাদেশের আকাশসীমা শত্রুমুক্ত ও নিরাপদ রাখতে বিমান বাহিনী সক্ষম
প্রকাশিত : ১৬:২৮, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৪ ডিসেম্বর ২০১৬
সুসজ্জিত বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমা শত্রুমুক্ত ও নিরাপদ রাখতে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। জনগনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা বিমান, রাডারসহ যুদ্ধোপকরনের রক্ষনাবেক্ষন ও ব্যবহারে যতœবান হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির প্যারেড প্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে প্যারেড পরিদর্শন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করে জাতীয় পতাকা তুলে দেন চৌকস বাহিনীটির হাতে। এসময় জাতীয় পতাকাসহ হেলিকপ্টার পাস ও ঘাটি থেকে মনোজ্ঞ ফ্লাইপাস্ট পরিচালনা করা হয়।
পরে প্রধানমন্ত্রী তার ভাষণে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান স্মরণ করেন।
সব ক্ষেত্রে এখন বাংলাদেশের শুধু এগিয়ে যাওয়ার সময় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
কারো প্রভুত্ব ও অপবাদ গ্রহনযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর মাথানিচু করে চলবে না।
হোম অব ফাইটার্স নামে পরিচিত ‘বঙ্গবন্ধু’ ঘাঁটি বাংলাদেশের সর্ববৃহৎ যুদ্ধ বিমান ঘাঁটি; যা এখন আধুনিক, শক্তিশালী ও সুসজ্জিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন