৮০ থেকে ৯০ শতাংশ বই পৌছে গেছে স্কুলগুলোতে
প্রকাশিত : ১৮:২২, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২২, ৪ ডিসেম্বর ২০১৬
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এরই মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ বই পৌছে গেছে স্কুলগুলোতে। আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে বাকি বই পৌছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কয়েকটি ছাপাখানা পরিদর্শন শেষে তিনি একথা জানান।
নতুন বছর মানেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং তা নিয়ে উৎসব। নতুন উদ্যমে আবারও ক্লাসে ফিরে পড়ালেখা শুরু শিক্ষার্থীদের।
সময়মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্যেই ছাপাখানার কাজের অগ্রগতি দেখতে শিক্ষামন্ত্রীর এই পরিদর্শন। এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই দেয়া হবে শিক্ষার্থীদের যা গতবারের তুলনায় ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৪টি বেশি। এরমধ্যে ৯ হাজার ছাপা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য ৫ টি ভাষার বইও এ মাসেই দিতে চান মন্ত্রী। বইয়ের মান কেমন, ছাপা কেমন হচ্ছে ঘুরে ঘুরে তা দেখেছেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে।
মাধ্যমিক পর্যায়ের সব বই ছাপা হচ্ছে দেশেই, তবে দাতাগোষ্ঠীর সহায়তার প্রাথমিক স্তরের কিছু বই দেশের বাইরে ছাপা হচ্ছে।
ভারত থেকে ছাপিয়ে আনা ৯২ লাখ বই আছে বেনাপোল বর্ডারে। ভারতের বম্বে থেকে ৪৬ লাখ ও চীনে ছাপানো ৬০ লাখ বই আছে জাহাজে। তবে দেশে যারা কাজ করছেন, অন্যবারের তুলনায় এবার খুশি তারা।
বইয়ের মান খারাপ হলে শস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন