ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ডিএসইতে সূচক কিছুটা বাড়লেও নিম্নমুখী প্রবণতা সিএসইতে

প্রকাশিত : ১৭:৩৪, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ৭ মার্চ ২০১৬

dse & cseদেশের প্রধান স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সূচক কিছুটা বাড়লেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৯টি, কমেছে ১১০টির, আর ৪৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩১০ কোটি ৯৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৮টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ২০ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি