ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার ননী ও তাহেরের মামলার রায় আগামীকাল

প্রকাশিত : ১৪:২০, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার আতাউর রহমান ননী ও মোহাম্মদ ওবায়দুল হক তাহেরের মামলার রায় দেয়া হবে কাল। হত্যা, গণহত্যা, দেশত্যাগে বাধ্য করা, লুন্ঠন ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধে আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় গেল ১০ই জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১৪ সালের ১১ই ডিসেম্বর তাহের-ননীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই বছরের ১২ই আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, লুন্ঠনসহ পাঁচটি অভিযোগ প্রমাণের দাবি করেছে রাষ্ট্রপক্ষ। তাদের সর্বোচ্চ শাস্তির আশা করছে প্রসিকিউশন। তবে, আসামিপক্ষের দাবি, কোন অভিযোগেরই প্রমাণ মেলেনি। আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহের বর্তমানে কারাগারে রয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি