ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

আজ আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত : ০৯:৫৬, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:১৮, ৮ মার্চ ২০১৬

আন্তর্জাতিক নারী দিবস আজ। এবারের প্রতিপাদ্য সমতার জন্য অঙ্গীকার। নারী শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ১৯১০ সাল থেকে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক নারী দিবসের পেছনের ইতিহাস আজো উদ্বুদ্ধ করে নারীদের। ১৮৫৭ সাল। ৮ই মার্চ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সুঁই কারখানায় দৈনিক শ্রম ঘণ্টা ১২ থেকে কমিয়ে আট ঘণ্টায় আনার দাবিতে সোচ্চার হন নারী শ্রমিকরা। একই সাথে ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে পুলিশি নির্যাতন উপেক্ষা করে দানা বাধে আন্দোলন। তিন বছর পর সাংগাঠনিক আন্দোলনের রুপ হিসেবে একই দিনে নারীরা একটি শ্রমিক ইউনিয়ন গড়ে তোলেন। ১৯০৮ সালে অধিকার আদায়ের দাবিতে নিউ ইয়র্ক সিটিতে মিছিল করেন হাজারো নারী। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনেই জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। ১৯৭৪ সালে এই দিবসটিকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তবে অধিকার আদায়ের দীর্ঘ আন্দোলনের পরও বিশ্বজুড়ে অবহেলিত নারীরা। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রম জরিপ অনুযায়ি, বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে আছে নারীরা। প্রায় ৩৩ শতাংশ নারী কখনো স্কুলেই যায়নি। সাড়ে তিন কোটিরও বেশি নারী শ্রমশক্তির বাইরে। ঘরে-বাইরে সর্বত্র নির্যাতনের শিকার নারীরা। তবুও সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। বর্তমানে দেশে দেড় কোটিরও বেশি নারী কর্মজীবী। বছরে দুই লাখ নারী শ্রমবাজারে প্রবেশ করছে। এসব নারীকর্মীদের সিংহভাগই শ্রমজীবী। বাকীদের কেউ উদ্যোক্তা, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী। তাই শুধু নারীর ক্ষমতায়ন নয়, সমতায়ন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি