ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এটিএম কার্ড জালিয়াতির ৬ কোটি টাকার হিসাব পেয়েছে গোয়েন্দারা

প্রকাশিত : ০৯:১৮, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩৩, ৯ মার্চ ২০১৬

এটিএম কার্ড জালিয়াতির মূলহোতা জার্মান নাগরিক পিওতর ও তার সহযোগিদের হাতিয়ে নেয়া ছয় কোটি টাকার হিসাব এপর্যন্ত পেয়েছে গোয়েন্দারা। এই অংক আরও বাড়বে বলে মনে করছেন তারা। আর টাকা লুটের এই প্রক্রিয়ায় এটিএম বুথের পাশাপাশি অভিজাত হোটেল ও বিপনি বিতানের, পয়েন্ট অব সেল টামির্সনাল বা পিওএস মেশিন ব্যবহার করতো প্রতারক চক্রটি। রিমান্ডে থাকা প্রতারকদের কাছ থেকে এসব তথ্য মিলেছে বলে জানান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এটিএম বুথে এমন সব ডিভাইস বসিয়ে পরে তা খুলে নিয়ে গ্রাহকদের পাসওয়ার্ড সংগ্রহ করে দেশি-বিদেশি প্রতারক চক্র। ভূয়া ডেবিট ও ক্রেডিট কার্ড তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাত করে তারা। তবে ব্যাংকের টাকা আত্মসাতে তারা ব্যবহার করে শপিং মল, ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট, হোটেলসহ যেসব জায়গায় ব্যবহার হয়, পয়েন্ট অব সেল টামির্সনাল বা পিওএস মেশিন। এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার জার্মান নাগরিক পিওতর সিজোফেন মাজুরেক ও তার বাংলাদেশি ৫ সহযোগিকে জিজ্ঞাসাবাবাদে এমন সব চাঞ্চল্যকর তথ্যই পেয়েছে গোয়েন্দারা। তাদের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন, পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। জনশক্তি রপ্তানী ব্যবসায়ী পরিচয়ে এক বছর ধরের ঢাকায় বসবাসরত পিওতর, প্রতিমাসে অভিজাত পার্টির আয়োজন করতো বলেও জানান তিনি। গত মাসের শুরুতে পিওতর ও তার সহযোগিরা রাজধানীর বিভিন্ন এলাকার কয়েকটি এটিএম বুথ থেকে লাখ লাখ টাকা তুলে নেয়। পরে গুলশান, বনানী ও পল্লবী থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার তদন্তে বেরিয়ে আসছে টাকা লুটের চাঞ্চল্যকর সব তথ্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি