ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৪:২০, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:২০, ১ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া। আইওয়া অঙ্গরাজ্যে দলীয় কাউন্সিলরদের মতামতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই কার্যক্রম। ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্গরাজেই চলবে এই মনোনয়ন প্রক্রিয়া। জুলাইয়ে প্রত্যেক দলের প্রার্থী চূড়ান্ত হবে, নভেম্বরে যারা প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন। নির্বাচনী জরিপ বলছে, ডেমোক্রেট দলের প্রার্থীদের মধ্যে হিলারি ক্লিনটন এখন পর্যন্ত এগিয়ে থাকলেও মনোনয়ন পেতে বার্নি সান্ডার্সের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। অন্যদিকে, রিপাবলিকান দলের প্রার্থীদের মধ্যে টেড ক্রুজকে পেছনে ফেলে ডোনাল্ড ট্রাম্পই এখন এগিয়ে রয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি