ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলের বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিস্কার

প্রকাশিত : ১৩:২১, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২১, ৯ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলের বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। দ্বিতীয় ধাপে যারা বিদ্রোহী প্রার্থী, তাদেরকেও প্রার্থীতা প্রত্যাহারের আহবান জানিয়েছেন হানিফ। ইউনিয়ন পরিষদসহ পৌরসভা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগিতাকারী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২৮ মার্চ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলও পেছানো হতে পারে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তা নিয়ে দলের পরবর্তী কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি