ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

২৫শে মার্চ কাল রাত্রিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি- নৌপরিবহন মন্ত্রীর

প্রকাশিত : ১৫:২০, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২০, ৯ মার্চ ২০১৬

২৫শে মার্চ কাল রাত্রিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এ’কথা বলেন। শাজাহান খান বলেন, ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানী বাহিনী ঘুমন্ত বাঙ্গালীর ওপর কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়ে। রাজারবাগ পুলিশ লাইন্স, তৎকালিন ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ঢাকা শহরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তারা। এই হত্যাযজ্ঞ মানব সভ্যতার এক কলঙ্কজনক অধ্যায়। তাই বিভিষিকাময় এই রাতকে আন্তর্জাতিকভাবে পালনের দাবি জানান নৌ মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি