ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট : সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটের দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।’

আজ শনিবার রাজধানীর উত্তরা আইইএস কেন্দ্রে নিজের ভোটদান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এমনটাই বলেন তিনি।

সকালে ভোটারদের কম উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের।’

সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘সব প্রার্থীর কাছে অনুরোধ করবো তারা যেন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে।’

ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম নির্বাচনে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তিনি।

ইভিএম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জনগণ নিজ দায়িত্ব বুঝে নিয়ে ইভিএমে ভোট দিচ্ছে।’

এছাড়া যেসব ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে সেই সব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে এজেন্টদের সহযোগিতা করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। পাশপাশি এজেন্টদেরকেও কোনরকম সমস্যার সম্মুখীন হলে প্রিজাইডিং অফিসার অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আহ্বান জানান। কারো হুমকিতে এজেন্টদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি