ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

অনুমতি ছাড়াই বিদেশে নেয়া যাবে ১০ হাজার ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ৩ ফেব্রুয়ারি ২০২০

ডলার

ডলার

বিদেশ ভ্রমণকারীদের জন্য সুসংবাদই দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকটির অনুমতি ছাড়াই নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নেয়া যাবে। যদিও আগে এর পরিমাণ ছিল মাত্র পাঁচ হাজার ডলার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বিদেশে যাওয়া-আসার সময় ব্যক্তির সাথে রাখা ডলারের সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।
 
এর আগে বিশ্বের যে কোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা সঙ্গে করে নগদ ৫ হাজার ডলার ছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও ৭ হাজার ডলার নিতে পারতেন।

তবে, নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনও পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি