সাগরে দুটি স্বল্প মাত্রার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
প্রকাশিত : ০৯:৫৭, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৫৭, ১০ মার্চ ২০১৬
ক্ষুদ্র পরমাণু অস্ত্রের উন্নয়নের খবর দেয়ার একদিন পরই সাগরে দুটি স্বল্প মাত্রার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, ক্ষেপনাস্ত্র দুটি ৫০০ কিলোমিটার অতিক্রম করে সাগরে পড়েছে। তার দাবি, প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কাছে নিজেদের শক্তি প্রকাশ করতেই এই ক্ষেপনাত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবার দেশটির নেতা কিম জং-উন পরমাণু যুদ্ধাস্ত্রের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে বলে দাবি করেন। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণকে ঘিরে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরমধ্যেই যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া কেন্দ্রে পরমাণু অস্ত্র হামলার হুমকি দেয় দেশটি।
আরও পড়ুন