ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

চীনফেরত বাংলাদেশিরা আজ বাড়ি ফিরতে পারেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে আছেন ৩১২ বাংলাদেশী। ছবি: সংগৃহীত।

আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে আছেন ৩১২ বাংলাদেশী। ছবি: সংগৃহীত।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ১ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন ৩১২ জন বাংলাদেশি। করোনা ভাইরাসের বিশেষ সতর্কতা হিসেবে পর্যবেক্ষণের জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে। ১৪ দিন পর্যবেক্ষণ শেষে কোয়ারেন্টাইনে থাকা সবাই শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফিরে যেতে পারেন বাড়ি।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, শনিবার (১৫ তারিখ) শেষ হচ্ছে চীন থেকে ফিরে আসা বাংলাদেশিদের কোয়ারেন্টাইনে থাকার সময়। এ দিন বিকেলেই ৩১২ জন বাংলাদেশিকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ছেড়ে দেয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটির পরিচালক আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. সাবরিনা মীরজাদী ফ্লোরা।

অধ্যাপক ডা. সাবরিনা মীরজাদী ফ্লোরা বলেন, আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেনটাইন ইউনিটে উহান ফেরত যেসব বাংলাদেশিকে রাখা হয়েছে, তাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে যারা আছেন তারা কেউই রোগী নয়। তাদের পরিচয় প্রকাশ করে সামাজিক নিরাপত্তার হুমকিতে না ফেলার অনুরোধও জানান ডা.ফ্লোরা।

ইতোমধ্যেই আইইডিসিআর’র পক্ষ থেকে তাদের জানানো হয়েছে কোয়ারেন্টাইনের সময় শেষ হওয়ার কথা। তবুও আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করে পাসপোর্ট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইইডিসিআর। 

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ করা ১৩ হাজার ৫৪২ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেছে আইইডিসিআর এবং তাদের মধ্যে কেউ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হননি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি