ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান রাকিটিকের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:০০, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০৪, ১০ মার্চ ২০১৬

ইভান রাকিটিক। ক্রোয়েশিয়ান পেশাদার ফুটবলার। আর বর্তমানে খেলছেন ফুটবল ক্লাব বার্সেলোনায়। খুব অল্প সময়ে ফুটবলে দারুণ নৈপূন্য দেখিয়ে খ্যাতি পেয়েছেন সমর্থকদের কাছে। ১৯৮৮ সালে আজকের এই দিনে সুইজারল্যান্ডের মলিন শহরে জন্ম গ্রহন করেন তিনি। দর্শক চলুন আজ ইভান রাকিটিকের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayসমর্থক ও সহকর্মীদের কাছে রাকিটিক নামেই পরিচিত এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তাঁর বাবা লুকা এবং বড় ভাই ডিজানও ছিলেন পেশায় ফুটবলার। পরিবারের অনুপ্রেরণায় রাকিটিকও পেশায় বেছে নেন ফুটবল। ১৯৯২ সালে প্রথম মাঠে নামেন ফুটবল ক্লাব মলিন রিবার্গের হয়ে। এই ক্লাবে তিন মৌসুম খেলে চলে যান বাসেল ক্লাবে। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেন বাসেল ক্লাবের জার্সি গায়ে। ২০০৫ সালে বাসেল ক্লাবের হয়েই বয়সভিত্তিক ক্যারিয়ারে মাঠে নামেন এই ফুটবল তারকা। এই ক্লাবে ৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। ২০০৭ সালে নতুন করে যোগ দেন শালক ফোর ক্লাবে। এই ক্লাবের হয়ে খেলেন ২০১১ সাল পর্যন্ত। এরপর যোগ নতুন করে চুক্তিবদ্ধ হন সেভিয়া ক্লাবে। আর সেভিয়া জার্সি গায়ে খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ৩ মৌসুমে ১১৭ ম্যাচ খেলে গোল করেছেন ২৭টি। আর ২০১৪ সাল থেকে খেলে যাচ্ছেন বার্সেলোনা ক্লাবের হয়ে। রাকিটিক শুধু ক্লাব নয়, খেলেছেন জাতীয় পর্যায়েও। ২০০৬-৭ মৌসুম খেলেন সুইজারল্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। এরপর ২০০৯-১০ মৌসুমে মাঠে নামেন ক্রোয়েশিয়া অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০৭ থেকে খেলছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ৭৫টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ১০টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি