ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা কিংবা হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান- প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭:৩৮, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ১০ মার্চ ২০১৬

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অভ্যন্তরিণ কিংবা বহির্মুখী হুমকি মোকাবেলায় সদাপ্রস্তুত থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের দুই পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তিচুক্তি করেছে। একদিকে সমুদ্রসীমা, অন্যদিকে স্থলসীমানা এবং পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে শেখ হাসিনা বলেন, এসব বিবেচনা করেই রামুতে সেনানিবাসের স্থান নির্বাচন করে প্রতিষ্ঠা করা হয়েছে। রামু সেনানিবাস প্রতিষ্ঠার ফলে ঐ অঞ্চলের মানুষ, যারা দীর্ঘদিন অবহেলিত ছিলো তারা সেবা পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি