ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

কঠোর আন্দোলনের ঘোষনা সিজিএ ও সিএজির

প্রকাশিত : ১৮:১৮, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২৫, ১০ মার্চ ২০১৬

cgaবরখাস্তকৃত ১১জন কর্মচারী ইউনিয়ন নেতাকে চাকরীতে পূনর্বহাল এবং সাত কমকর্তার বদলী আদেশ প্রত্যাহার না করলে আগামী রোববার থেকে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছে  সিজিএ ও সিএজি নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সিজিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষনা দেন বাংলাদেশ একাউন্টস কর্মকর্তা পরিষদের সভাপতি শফিউল আজম। সম্প্রতি ৪৬৪ জন সুপারের পদোন্নতি নিয়মিত করা সহ ১১ দাবীতে আন্দোলন করে আসছে কর্মকর্তা-কর্মচারী পরিষদ।এরই মধ্যে পিএসসির ২১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ৫৮ কোটি টাকার আপত্তি থাকায় তাদের বিল পাশ করা হয়নি বলে জানান তিনি। বুধবার রাতে আন্দোলনে নেতৃত্ব দেয়া ১১ কর্মচারীকে বহিষ্কার করে সিজিএ। ৭ কর্মকর্তার বদলী আদেশও দেয়া হয়। বৃহষ্পতিবার সকাল থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি