ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশের অর্থনীতির আকার বড় হওয়ায় মানসম্পদ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়ার সময় এসেছে- বার্নিকাট

প্রকাশিত : ১৮:১৮, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১৮, ১১ মার্চ ২০১৬

burnicatবাংলাদেশের অর্থনীতির আকার বড় হওয়ায় মানসম্পদ ব্যবস্থাপনাকে এখন গুরুত্ব দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট। শুক্রবার রাজধানির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বার্নিকাট বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশ খুব দ্রুত অগ্রগতি করছে। বিশেষ করে তৈরি পোষাক ও কৃষি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলোতে অগ্রগতিও চোখে পড়ার মতো। এখন এসব খাতের মনসম্পদকে বিশ্বমানের করে ঢেলে সাজানোর উপরই এদেশের জাতীয় উন্নয়ন অনেকখানি নির্ভর করছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি