ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইউপি নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দির, ঘরবাড়ি ও জানমালের উপর হামলার আশঙ্কা হিন্দু মহাজোটের

প্রকাশিত : ১৮:০২, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:০২, ১১ মার্চ ২০১৬

hinduআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দির, ঘরবাড়ি ও জানমালের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানিয়েছেন এ সংগঠনের নেতারা। তাদের দাবি, নির্বাচনে হেরে গেলে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা ভাংচুর ছাড়াও সংখ্যালঘু ভোটারদের উপর অত্যাচার ও নির্যাতন নেমে আসে। এবারের ইউপি নির্বাচনের পর, সরকার যদি তাদের নিরাপত্তাদানে ব্যর্থ হয়, তাহলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হঁশিয়ারী দিয়েছে- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি