ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ভোলায় ইউপি নির্বাচনে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত : ১৮:৫৫, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ১১ মার্চ ২০১৬

e clashভোলার চরসামাইয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, গেল রাতে সদস্য প্রার্থী বজলু এবং  জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে  সংর্ঘষের ঘটনা হয়। এসময় দুপক্ষের সমর্থকরা একে অপরকে মারধর করলে শুক্রবার সকালে নিজ বাড়িতে সিরাজ নামের এক কৃষক বুকে ব্যাথা নিয়ে মারা যান। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে। এদিকে, লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি ও আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি